নিজস্ব প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

কৃষককে বাঁচাতে আসছে ‘শস্যবিমা’

প্রাকৃতিক দুর্যোগের ফসলহানির ক্ষতি থেকে কৃষককে বাঁচাতে আসছে ‘শস্য বিমা’। পরীক্ষামূলকভাবে এই বিমা চালু করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ তথ্য জানান। আগামী অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন মিলে জাতীয় বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ঘটনা নিত্যনৈমিত্তিক। এ থেকে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে কৃষকদের রক্ষার্থে ‘শস্য বিমা’ একটি পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। এছাড়া বৃহৎ প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সম্পদের বিমা দেশীয় বিমা কোম্পানির মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রয়োজনে একাধিক কোম্পানির সঙ্গে যৌথ বিমা সম্পাদনের ব্যবস্থা করা হবে। লস অব প্রফিটের জন্য বিমা চালুর উদ্যোগ নেওয়া হবে। কারখানা শ্রমিকদের জন্য দুর্ঘটনাজনিত বিমা বাস্তবায়ন করা যেতে পারে।

তিনি আরো বলেন, ‘সরকার গবাদিপশু বিমা চালু করা, দরিদ্র নারীদের ক্ষুদ্র বিমার আওতায় আনার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পরিকল্পনা করেছে। বিমা খাতে ডিজিটাইজেশন ও এর পেনিট্রেশন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। জীবন বিমা আমাদের দেশে অনেক দুর্বল, এটাকে জনপ্রিয় করা গেলে এটা অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close