নিজস্ব প্রতিবেদক

  ০৮ এপ্রিল, ২০২৪

উত্তরা সিটি পরিবহন

‘কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই’

রাজধানীর উত্তরার জনপদ রোডে চলাচলরত উত্তরা সিটি পরিবহন (লেগুনা) মালিক সমিতি দাবি করে বলছে, সোনারগাঁও জনপদ রোডে চলাচলরত রুটটি বৈধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ১৪ বছর রুটটি চলছে। এই রুটে কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই, দেওয়াও হয় না। গতকাল রবিবার উত্তরার দিয়াবাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির পরিচালক ও শ্রমিক সংগঠনের নেতারা।

সিটি পরিবহনের পরিচালক কাউছার বলেন, সম্প্রতি একটি স্যাটেলাইট টেলিভিশনে অবৈধ লেগুনা থেকে চাঁদা আদায় হয় মর্মে যে সংবাদ প্রচার হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। আমরা আমাদের লাইন থেকে মালিক-শ্রমিকের নিরাপত্তার জন্য কিছু টাকা উঠাই। সেটা দিয়ে মালিক-শ্রমিকের স্বার্থ রক্ষা করা হয়। এ বিষয়ে অন্য পরিচালক মনসুর বলেন, সংবাদে যে ভাগ-ভাটোয়ারার কথা বলা হয়েছে, তা কল্পনাপ্রসূত। ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বা অন্য কোনো জনপ্রতিনিধিকে বা তার লোকজনকে টাকা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। লাইনের বৈধতার প্রমাণস্বরূপ বিআরটিএর অনুমতি হালনাগাদ কপি এবং ট্যাক্স পরিশোধের কাগজ দেখান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বশির, রুবেল ও চুন্নুসহ কয়েকজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close