নিজস্ব প্রতিবেদক

  ২৯ এপ্রিল, ২০২৪

‘ঢাবিতে শেরেবাংলা চেয়ার প্রতিষ্ঠার দাবি’

উপমহাদেশের সেরা রাজনীতিবিদ, বাংলার গরিব কৃষকের মুক্তির লক্ষ্যে ঋণ সালিশি বোর্ড গঠনকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাশেম ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা করেছে বরিশাল বিভাগ সমিতি। গত শনিবার মহান এই নেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন বক্তারা। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা এ কে ফজলুল হকের নামে চেয়ার প্রতিষ্ঠার দাবি জানান। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি সিরাজ উদ্দীন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিকিৎসক অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী। আরো বক্তব্য দেন বরিশাল সমিতির সহসভাপতি মো. শামসুল হক, লায়ন গনি মিয়া বাবুল, দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র কর, সাবেক ছাত্র নেতা খোন্দকার তারেক রায়হান, বীর মুক্তিযোদ্ধা কবি নাহিদ রোকসানা, আইনজীবী রুবিউন্নাহার রুবি চিশতী, শেরেবাংলা পরিবারের সদস্য ফায়েজুল হক রাজু, বরিশাল সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল, সদস্য নতিক হক, ন্যাপ ভাসানী সভাপতি স্বপন কুমার সাহা, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, কে এস পির সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামিক গণতান্ত্রিক লীগের সভাপতি আনোয়ার হোসেন, কবি মুস্তাফিজুর রহমান, মানিক লাল ঘোষ, কৃষক নেতা ফরিদ উদ্দিন, নারীনেত্রী এলিজা রহমান প্রমুখ।

ইতিহাসবিদ সিরাজ উদ্দীন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক। এই বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলার নাম অনুসারে একটি চেয়ার করার জন্য উপাচার্যের কাছে আবেদন জানাচ্ছি।

প্রধান অতিথির ভাষণে অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী বলেন, শেরেবাংলা উপমহাদেশের ৩টি অংশে ৩টি দেশ গঠনের প্রস্তাব করেছিলেন। এর একটি হচ্ছে অবিভক্ত বাংলা আসাম নিয়ে একটি সশাসিত প্রদেশ। যা হবে সম্প্রীতির দেশ। মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাস উপযোগী দেশ। সেখানে থাকবে না জাতি ধর্ম বর্ণ গোত্রের ভেদাভেদ। থাকবে শুধু মানবিক মানবতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close