প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ মার্চ, ২০২৪

রাজধানীসহ সারা দেশে বৃষ্টির আভাস

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীর বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। কোথাও হালকা আবার কোথাও হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ কিছু এলাকায় শুরু হয় ঝোড়ো হাওয়া, এরপর ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়। পান্থপথ, জিগাতলা, নীলক্ষেত, পুরান ঢাকার সদরঘাট, বংশাল, কলতাবাজার, কারওয়ানবাজার, গুলিস্তানসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close