বিনোদন প্রতিবেদক

  ১৭ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ফেরদৌস আরার আয়োজন

আজ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা সংগীতবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বিশেষ অনুষ্ঠান ‘সংগীত মালা’র আয়োজন করেছে। ফেরদৌস আরার সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আজ বিকেল ৪টার পর সরাসরি চ্যানেল আইতে ‘সংগীত মালা’ অনুষ্ঠানটি প্রচার হবে। ফেরদৌস আরা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা। তার জন্মদিনই আমাদের জাতীয় শিশু দিবস। তাই দুটো কারণে বিশেষ এই দিবসে আমার সংগীতবিষয়ক প্রতিষ্ঠান সুরসপ্তক-এর শিল্পীদের নিয়ে বিশেষ পরিবেশনা সংগীত মালার আয়োজন করেছি। যেখানে ঢাকা এবং ঢাকার বাইরে জাতীয়ভাবে পুরস্কৃত শিল্পীরা অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে সুরসপ্তকের শিক্ষরাও থাকবেন। তিনি আরো বলেন, বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে সুরসপ্তক শিল্পী সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে। ইতিমধ্যে

অনেকেই পেশাগতভাবে গানকে বেছে নিয়ে নিজের জীবনকে আলোকিত করেছেন। আমরা তাদের নিয়ে গর্বিত। আজ সুরসপ্তকের শিল্পীরা উচ্চাঙ্গসংগীত, ফোক গান, হারানো দিনের গানসহ অন্যান্য গান পরিবেশন করবে। অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়েও গান পরিবেশন করা হবে। সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি ঘণ্টাব্যাপী চ্যানলে আইয়ের পর্দায় দর্শক উপভোগ করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো অনুষ্ঠানটি সফল করতে সর্বাত্মকভাবে সহযোগিতা করছেন সুরসপ্তকের প্রশাসনিক কর্মকর্তা স্বপ্না রেজা।’ এদিকে ফেরদৌস আরা গত নারী দিবসে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার হাত থেকে একটি সম্মাননা গ্রহণ করেন। ফেরদৌস আরার গ্রামের বাড়ি নোয়াখালী। তবে তার জন্ম বি.বাড়িয়ায়। গানে তার হাতেখড়ি তার বাবার এ এইচ এম আবদুল হাইয়ের কাছেই। তিনি পিডব্লিউডিয়ের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি পড়াশোনা করেছিলেন কলকাতায়। সেখানেই তিনি বড় সংগীতজ্ঞের সংস্পর্শে আসেন। উচ্চাঙ্গসংগীতের তালিম নেন তিনি। তিনি সংগীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন। বাবার কাছেই ফেরদৌস আরার চার বোনের গানে হাতেখড়ি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close