আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ২০ মার্চ, ২০২৩

মনোহরগঞ্জে মডেল স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বেরনাইয়া বাজারে মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। রবিবার (১৯ মার্চ) বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবুল বাশার।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. আল আমিন হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো. কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ খাঁন রাজু, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা. আবদুর রাজ্জাক, আলা উদ্দিন আজহারিয়া, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ফখরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক অহিদুজ্জামান অপু, সাংস্কৃতিক সম্পাদক মীর মোশারফ হোসেন বাবুল, মির্জাপুর উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মহসিন খাঁন স্বপন, ঝলম উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, ফারুকুল ইসলাম, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা আশীষ তমাল খোকন, হাসনাবাদ ডিজিটাল ল্যাবের চেয়ারম্যান রাসেল চৌধুরী, বেরনাইয়া শাহ শরিফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী কামাল, বেরনাইয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোবারক হোসেন ও যুবলীগ নেতা মজিবুর রহমান হিমু।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিউল আজম বাহার, বিদ্যালয়ের পরিচালক ফরিদুল ইসলাম, আজিজুর রহমান সোহেল, শাহাদাত হোসেন, আবু বকর সিদ্দিক, খোরশেদ আলম, জসিম উদ্দিন, যুবলীগ নেতা মীর হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা কামরুল হাসান মিঠু, সাফায়েত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও ছাত্রছাত্রীরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close