চট্টগ্রাম ব্যুরো

  ২৬ অক্টোবর, ২০২১

জিনের বাদশাহসহ চক্র আটক

দীর্ঘদিন ধরে গুরু ও আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন জিন-পরীদের বাদশাহ সেজে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল তারা। পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যাসহ সব সমস্যার সমাধান করে দেবে মর্মে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিল। এই চক্রের সদস্যদের গত শনিবার সন্ধ্যায় আটক করা হয়েছে। অবশেষে চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকা থেকে কথিত জিনের বাদশাহ প্রতারক চক্রের পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) চট্টগ্রাম র‌্যাব-৭।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় কিছু প্রতারক চক্র দীর্ঘদিন ধরে গুরু ও আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন জিন-পরীদের বাদশাহ সেজে পারিবারিক, সামাজিক ও আর্থিক সমস্যাসহ সব সমস্যার সমাধান করে দেবে মর্মে প্রতারণার মাধ্যমে জনসাধারণকে ঠকিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ওই তথ্যের ভিত্তিতে গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-৭-এর একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মো. সাজেদ আফসার (২১), জাহিদুল আলম (২৪), আবুল কালাম প্রকাশ রাজন (২১), মো. তানজিল (১৯) এবং মো. সজীবকে (১৯) আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, গুরু ও আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন জিন-পরীদের বাদশাহ সেজে জনসাধারণকে ঠকিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে আসছিল। গ্রেপ্তারদের রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close