সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

  ০১ মে, ২০২৪

পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নীলফামারী রিপোর্টার ইউনিটির সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নীলফামারীর ডিসির মোড়ে এই মানববন্ধন পালিত হয়।

ভুক্তভোগী পাঁচ সাংবাদিক হলেন জেলা রিপোর্টার ইউনিটির সদস্য নুরুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম, হারুন উর রসিদ ও এস এম হামিদী বাবু।

জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম সিদ্দিকি দুলালের সভাপতিত্বে মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাহজাহান কবির লেলিন, কার্যকরী সভাপতি আবু হাসান, সাংবাদিক ফোরাম ডিমলা উপজেলা শাখার সম্পাদক সম্পাদক মহিনুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নীলফামারির ৭ নম্বর কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রসিদ চৌধুরী গত ঈদ উল ফিতরে দুস্থদের মাঝে প্রদান করা চাল ওজনে কম দেওয়ায় প্রতিবাদ করেন ওই পাঁচ সাংবাদিক। পরে চেয়ারম্যানের চাল চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেন তারা। এতেই ক্ষিপ্ত হয়ে ওই ইউপি চেয়ারম্যান আব্দুর রসিদ চৌধুরী গত ২৪ এপ্রিল নীলফামারী সদর থানায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। অচিরেই মিথ্যা মামলা তুলে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে জানায় তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close