জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর (যশোর)

  ১৪ মে, ২০১৮

বৃষ্টিতে ছাতা ছাড়া ক্লাস হয় না যে স্কুলে!

যশোরের কেশবপুরে চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করা একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান টিটাবাজিতপুর এম কে বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে পাঠদান চলছে। বিদ্যালয় ভবনের ছাউনির টিন ছিদ্র হয়ে যাওয়ায় কোনো ছাত্রী ছাতা আনতে ভুলে না।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে বিদ্যানন্দকাটি ইউনিয়নের টিটাবাজিতপুর, মোমিনপুর, খোপদহী, ভান্ডাখোলার গ্রামের মাঝখানে টিটাবাজিতপুর এম কে বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি অবস্থিত। অজপাড়া গায়ে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে ১৯৯১ সালের জানুয়ারি মাসে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায় বিদ্যালয়টি গড়ে তোলা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জানান, তার বিদ্যালয়ে বর্তমান প্রায় ২০০ ছাত্রী লেখাপড়া করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সেই একটি ভবনে ছাত্রীদের স্থান সংকুলানও হয় না। পুরনো ওই ভবনটির পেছনের দেয়ালটিও পুকুরের মধ্যে ধসে পড়ছে। টিনের ছাউনি ছিদ্র হয়ে বৃষ্টির পানি শ্রেণি কক্ষে পড়ছে। অসময়ে বৃষ্টিতে শ্রেণিকক্ষে পাঠদান অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থার ভেতরেও ছাত্রীরা ছাতা মাথায় দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, টিটাবাজিতপুর এম কে বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এ বছর এসএসসি পরীক্ষার রেজাল্টে কেশবপুরের মুখ উজ্জ¦ল করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist