খেলা ডেস্ক

  ২০ জানুয়ারি, ২০১৭

বাংলাদেশকে বোল্টের সমীহ

সীমিত ওভারের সিরিজ দুটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। রঙিন পোশাকের ব্যর্থতা টাইগাররা কিছুটা হলেও ঘুচিয়েছে সাদা পোশাকে। ওয়েলিংটন টেস্টে চতুর্থ দিনের মাঝপথ পর্যন্ত কিউইদের ওপর ছড়ি ঘুরিয়েছে মুশফিকুর রহিমের দল। কিন্তু আকস্মিক ব্যাটিং বিপর্যয় ও দলে চোটের প্রাদুর্ভাবের কারণে শেষ অবধি নাটকীয়ভাবে হেরে যায় সফরকারীরা। ওই ম্যাচে বাংলাদেশ শুধু হেরেছে তা নয়, প্রথম টেস্ট কেড়ে নিয়েছে টাইগার শিবিরের তিন তারকা মুশফিকুর রহিম, মুমিনুল হক ও ইমরুল কায়েসকে। তবে ম্যাচের ফল ও প্রতিপক্ষ যতই চোটাক্রান্ত থাকুক না কেন, বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড। বিরূপ কন্ডিশনেও টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ট্রেন্ট বোল্ট। বাঁ-হাতি এই পেসার মনে করেন ক্রাইস্টচার্চে একই চেহারায় দেখা যাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা বোল্টের কথায় থাকল বাংলাদেশের প্রতি শ্রদ্ধা, ‘চ্যালেঞ্জিং উইকেটে ৫৯৫ রানের সংগ্রহ গড়তে ওরা অসাধারণ ভালো ব্যাটিং করেছিল। দ্বিতীয় ইনিংসটি হয়তো হতাশাজনক। তবে আমি নিশ্চিত, ওরা সেখান থেকে ইতিবাচক বিষয়গুলো নেবে।’

দুই দলই প্রথমে বল করতে চেয়েছিল এমন নরম, স্যাঁতস্যাঁতে উইকেটে অতিথিরা চমৎকার ব্যাটিং করে। প্রথম দিন মেঘলা কন্ডিশনেও ছন্দ হারায়নি তারা। ৫ উইকেটে ৫৯৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। বোল্ট মনে করেন, হ্যাগলি ওভালে একই মেজাজে দেখা যাবে প্রতিপক্ষকে, ‘ব্যাটিং দুরূহ উইকেটে ওরা খুব ভালো খেলেছে। ওরা বাজে বল কাজে লাগিয়েছে, ইতিবাচক ক্রিকেট খেলেছে। আমার ধারণা, আগামী কয়েক দিনে ওরা আবারও তা করবে। আমরা ওদের অবশ্যই হালকাভাবে নিতে পারি না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist