ক্রীড়া ডেস্ক

  ০২ মার্চ, ২০২৪

নাপোলিকে হারাতে যে ছক কষছে বার্সা

নাপোলির মাঠে প্রথম লেগে দারুণ খেলেছিল বার্সেলোনা। বিশেষ করে প্রথম আধা ঘণ্টায় তো দুর্দান্ত ছিল দলটি। কিন্তু তারপরও ড্র মেনে সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয়টা তুলে নিতে চায় তারা। ফিরতি লেগে প্রথম লেগের প্রথম ৩০ মিনিটের মতো খেলতে পারলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা রবার্ট লেভানদোভস্কি। আগামী ১৩ মার্চ ন্যু ক্যাম্পে ফিরতি লেগের মাঠে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। এ ম্যাচে নাপোলিতে খেলা সেই ফর্মটিই অনুকরণ করতে হবে বলে জানিয়ে লেভা বলেন, ‘আমরা নাপোলির বিপক্ষে সত্যিই ভালো খেলেছি। প্রথম ৩০ মিনিটে আমরা সত্যিই ভালো খেলেছি। আমাদের দ্বিতীয় গোলটির দরকার ছিল, কিন্তু এখন এটা করার জন্য আমাদের হোম লেগ রয়েছে।’ ‘আমরা যদি নেপলসের প্রথমার্ধের মতো শুরু থেকে খেলি, তাহলে আমি মনে করি আমরা জিততে পারব এবং আরো গোল করতে পারব। আমরা যা করতে চাই তা হলো পরের রাউন্ডে যাওয়া,’ যোগ করেন এ পোলিশ ফরোয়ার্ড। নাপোলিকে আতিথেয়তা দেওয়ার আগে বাকি সব ম্যাচেও জিততে চান এ ফরোয়ার্ড, ‘নাপোলি একটি বিপজ্জনক দল যেখানে সত্যিই ভালো খেলোয়াড় রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close