reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

ঢাকার বায়ুমানে উন্নতি

রাজধানীর মিরপুর-১। ছবি : প্রতিদিনের সংবাদ

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। মাঝে মাঝে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হলেও সন্তোষজনক নয়। তবে রবিবার ঢাকার বায়ুমানে যথেষ্ট উন্নতি হয়েছে।

এদিন সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৪৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬৪ নম্বরে উঠে এসে ঢাকা, যা বায়ুমানের দিক থেকে ভালো হিসেবে বিবেচনা করা হয়।

এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, ১১৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাস এবং পঞ্চম অবস্থানে থাকা পেরুর রাজধানী লিমার স্কোর ১০৭।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার বায়ুমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close