reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২৪

কোস্টগার্ডের মেডিকেলসহ রেসকিউ টিম প্রস্তুত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উপকূলীয় জনগণের মাঝে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। এজন্য এ বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

উপকূল ছাড়াও চরাঞ্চলের লোকজনকে সচেতন, ঝড়-পরবর্তী আক্রান্তদের উদ্ধার ও মেডিকেল সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন রেসকিউ ও মেডিকেল টিমের সদস্যরা।

শনিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টনিম্ন চাপটি ক্রমান্বয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস রয়েছে। এরূপ প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযানকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম-কক্সবাজার সমুদ্র উপকূলের এ বিস্তীর্ণ এলাকায় কোস্টগার্ডের স্টেশন এবং আউটপোস্ট মাইকিং ও লিফলেট বিতরণ করছে। ঘূর্ণিঝড়ের বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন সেল্টার স্টেশনে আশ্রয়গ্রহণের প্রস্তুতির জন্য সবাইকে সচেতন করা হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোস্টগার্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close