ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

ধামইরহাটে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

নওগাঁর ধামইরহাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। ছবি: প্রতিদিনের সংবাদ

নওগাঁর ধামইরহাটে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্মৃতিসৌধ চত্বরে এ মেলার উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধামইরহাটের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলম, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান অবায়দুল হক সরকার, মাহফুজুল আলম লাকী, সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা প্রমুখ। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৪১ জনের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নওগাঁ,ধামইরহাট,প্রতিমন্ত্রী,মেলা,উদ্বোধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close