সিলেট প্রতিনিধি

  ২৬ মে, ২০২৪

সিলেটে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, আটক ১

ছবি: প্রতিদিনের সংবাদ

সিলেট মহানগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অবৈধ ভারতীয় পণ্য ও একটি ডিআই পিকআপ জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক গাড়িচালক রেজুয়ান আহমদ (২৩) জৈন্তাপুরের বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার (২৬ মে) সকাল সাড়ে আটটার সময় শাহপরাণ (রহ.) থানার শিবগঞ্জ সেনপাড়া থেকে ওই গাড়িচালককে আটক করা করে ডিবি। এ সময় পিকআপ থেকে ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১৪ হাজার ৫৮০ পিস ভারতীয় ক্রিম ও ১৪ হাজার ৬৮৮ পিস ভারতীয় স্কিন ফ্রুট ক্রিম জব্দ কর হয়। মালামল বহনের কাজে ব্যবহৃত একটি নিবন্ধনহীন ডিআই পিকআপটি জব্দ করা হয়। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,পিকআপ,শাড়ি,পণ্য,জব্দ,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close