ক্রীড়া ডেস্ক

  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

ডর্টমুন্ড ছাড়ছেন জার্মান ফুটবলের দুঃখী রাজপুত্র!

জার্মান ফুটবলের দুঃখী রাজপুত্র বলা হয় মার্কো রিউসকে। ইউরো চ্যাম্পিয়নশিপ কিংবা ফিফা ফুটবল বিশ্বকাপ আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্টের আগে ইনজুরিতে পড়াই যেন তার নিয়তি। সারা বছর ক্লাবের স্বপ্ন পূরণের পেছনে ছুটতে গিয়ে বিপদে পড়েছেন তিনি। যাদের জন্য এতকিছু করেছেন রিউস, সেই বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার কথা ভাবছেন জার্মান ফরওয়ার্ড। কালো-হলুদ শিবিরের অনেক উত্থান-পতন দেখেছেন রিউস। সিগনাল ইদুনা পার্কে প্রায় এক যুগ কেটেছে তার। হয়তো বেশি দিন আর এখানে থাকছেন না তিনি। চলে যেতে পারেন মৌসুম শেষে। সোমবার রাত থেকে জার্মানির শীর্ষস্থানীয় একাধিক সংবাদমাধ্যমে এমন খবর চাউর হয়েছে। ২০১২ সালে বরুসিয়া মনচেনগ্লাব্যাচ ছেড়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন রিউস। ডর্টমুন্ডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৭টি গোল করেছেন ৩৪ বছর বয়সি জার্মান ফরওয়ার্ড। ক্লাবের হয়ে ৪০০-এর বেশি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বেশ কয়েকটি মৌসুমে ডর্টমুন্ড খেলেছে তার নেতৃত্বেই। গত বছরের মাঝামাঝিতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান রিউস। এবার হয়তো দল থেকেই সরে যেতে চাচ্ছেন অভিজ্ঞ এ ফরওয়ার্ড।

রিউসের সঙ্গে ডর্টমুন্ডের সর্বশেষ চুক্তি হয়েছিল গত বছরের এপ্রিলে। চুক্তি অনুসারে চলতি মৌসুম পর্যন্ত জার্মান ক্লাবটিতে থাকার কথা রয়েছে তার। কিন্তু মৌসুমের মাঝ পথ পেরিয়ে এলেও এখন পর্যন্ত ক্লাবের তরফ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয়নি রিউসকে। তাই ধরে নেওয়া হচ্ছে, মৌসুম শেষে এজেন্ট ফ্রি হিসেবে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন তিনি। জার্মানির বিখ্যাত সাংবাদিক সান্তি আউনা জানান, নতুন মৌসুম থেকে রিউসকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কয়েকটি ক্লাব। সাবেক ক্লাব মনচেনগ্লাডব্যাচও তাকে ফিরিয়ে নিতে চায়। যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবও রিউসের প্রতি আগ্রহ দেখাচ্ছে। কিন্তু রিউস কী করবেন? চূড়ান্ত সিদ্ধান্ত যে তাকেই নিতে হবে। তার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ভক্তরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close