ত্রীড়া ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০২০

তৃপ্ত বাবর আজম

২০ বল অক্ষত রেখে ৯ উইকেটের বিশাল জয় পাকিস্তানের। এক দিনের ব্যবধানে দ্বিতীয় পরাজয় বাংলাদেশের। আর এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ পকেটে পুরেছে স্বাগতিকরা। বাংলাদেশের ১৩৬ রান তাড়া করতে আহসান আলিকে সঙ্গে নিয়ে ইনিংস ওপেন করতে নেমেছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তবে ইনিংসের শুরুতে আহসান ফিরে গেলেও তিনে নামা হাফিজকে সঙ্গে নিয়ে ১৩১ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন বাবর। এর আগে দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।

৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন বাবর আজম। ১৫০ স্ট্রাইক রেটে ৬৬ রান করার পথে বাবর আজম মারেন ৭টি চার ও ১টি ছয়। আর এতেই তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমি কেবল আমার খেলাটাই খেলেছি। এতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আলহামদুলিল্লাহ, আমি ভালো পারফর্ম করছি। এটা ধরে রাখতে চাই। প্রতিটি খেলায় দলকে আমি শতভাগেরও বেশি উজাড় করে দিতে চাই।’

ব্যাটিং করার সময় কি শুধু ব্যাটিং নাকি অধিনায়কত্ব নিয়ে চিন্তা করেনÑ উপস্থাপক রমিজ রাজার এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘ব্যাট হাতে মাঠে নামলে আমার মনোযোগ কেবল ব্যাটিংয়ের দিকেই থাকে। তবে আমি দলের সিনিয়র খেলোয়াড়দের ধন্যবাদ দিতে চাই, তারা মাঠে আমাকে অনেক সহযোগিতা করেছেন।’ বাবর আরো বলেন, ‘দল হিসেবে আমাদের এই জয় দরকার ছিল। এই সিরিজে নতুনরাও ভালো করছে। এটা ইতিবাচক দিক। এতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। শেষ ম্যাচে আমরা একাদশে পরিবর্তন এনে নতুনদের সুযোগ দিতে চাই। এতে অন্যরাও ভালো করার সুযোগ পাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close