ক্রীড়া ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০১৯

‘ঈশ্বর’ ডাক পছন্দ নয় মেসির

নাম তার লিওনেল মেসি হলেও ফুটবল দুনিয়া তাকে অনেক নামে ডাকে। কেউ বলেন এলএম টেন। কেউ বা আবার ডাকেন গোট (গ্রেটেস্ট অব অল টাইম) বলে। তবে বেশির ভাগ ভক্তই তাকে ডাকেন ‘গড’ অর্থাৎ ঈশ্বর নামে। কিন্তু মেসি নিজেই চান না তাকে কেউ ঈশ্বর বলে ডাকুক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কথা বলেন আর্জেন্টাইন মেগাস্টার। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ঈশ্বর বলে ডাকার ফলে কি মেসির কোনো অস্বস্তি হয়? জবাবে মেসি বলেন, ‘না এতে আমার অস্বস্তি হয় না। তবে আমার ভালো লাগে না। আমি চাই না কেউ আমাকে ঈশ্বর বলে ডাকুক।’

কিন্তু কেন এই কথা বললেন লিও? তার জবাবও দিয়েছেন বার্সা প্রাণভোমরা, ‘আমাকে অনেকেই ঈশ্বর বলে ডাকেন। আমি জানি তারা আমার ক্ষতি চেয়ে সে নামে ডাকেন না। বরং আমাকে সম্মান জানাতেই এই নাম। কিন্তু আমার মনে হয় আমাকে ঈশ্বর বলা উচিত নয়। এটা অত্যুক্তি। আমি ঈশ্বর নই, বরং ঈশ্বরের সৃষ্টি।’

এই ধরনের কথাবার্তায় তার সন্তানদের মধ্যেও প্রভাব পড়ে বলেই জানিয়েছেন মেসি, ‘আমার ছেলেরা এখন ছোট। তারা যা শোনে সেটাই শেখে। তাই আমি চাই না তারা এসব শুনুক আর সেগুলো শিখুক।’

অবশ্য মেসি যাই বলুন না কেন, তার ভক্তরা কি তাকে ‘ঈশ্বর’ বলে ডাকা ছাড়বেন? তার উত্তর না হয় সময়ের হাতেই তোলা থাক!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close