ক্রীড়া প্রতিবেদক

  ০৩ আগস্ট, ২০১৯

নারী ক্যাম্পে ডেঙ্গুর হানা

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে ১৫ জুলাই থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) তত্ত্বাবধানে ২৩টি ডিসিপ্লিনের ৩৫৫ জন পুরুষ ও ৩১১ জন নারী অ্যাথলেট অনুশীলন শুরু করেছেন। কিন্তু অনুশীলন আর হচ্ছে কোথায়? বেশির ভাগ ক্যাম্পে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর আতঙ্ক। পাঁচজন নারী খেলোয়াড় এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বরে আক্রান্ত আরো পাঁচ নারী খেলোয়াড়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন বিওএ’র চিকিৎসক শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, রিপোর্ট হাতে না পাওয়াদের শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে তারাও এডিস মশাবাহিত ভাইরাস জ্বরে আক্রান্ত।

পাঁচজন ডেঙ্গু আক্রান্তের মধ্যে তিনজন কাবাডি খেলোয়াড়। তারা হলেন- জান্নাতুল নাঈম বৃষ্টি, বৃষ্টি বিশ্বাস ও শ্রাবণী; খো খো খেলোয়াড় আসমা খাতুন ও বাস্কেটবলের বৃষ্টি। পাঁচজন ঢাকার দুটি হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন চিকিৎসক শফিকুর, ‘আগে চারজন মেয়ের ডেঙ্গু ধরা পড়েছিল। আজ (কাল) নতুন করে কাবাডি খেলোয়াড় শ্রাবণীর ডেঙ্গু ধরা পড়েছে। এদের মধ্যে দুজন আছেন পুলিশ হাসপাতালে ভর্তি। আর বাকি তিনজন বাংলাদেশ মেডিকেলে ভর্তি।’

ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচজন ছাড়াও জ্বরে ভুগছেন আরো পাঁচজন। এদের মধ্যে চারজনই খো খো খেলোয়াড়। গত রাতেই তাদের মেডিকেল টেস্টের রিপোর্ট হাতে পাওয়ার কথা। তাদের মধ্যে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। অসুস্থ হয়ে পড়া সবাই ধানমন্ডি নারী ক্রীড়া কমপ্লেক্সের ক্যাম্পে ছিলেন বলে নিশ্চিত করেছেন এই চিকিৎসক। খোঁজ নিয়ে জানা যায়, সেখানে ক্যাম্পের শুরুর দিকে খেলোয়াড়দের জন্য কোনো মশারির ব্যবস্থা ছিল না।

সারা দেশের মতো খেলোয়াড়দের ক্যাম্পেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে পল্টন হ্যান্ডবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পেও। নারী হ্যান্ডবল দলের খেলোয়াড় শিল্পী আক্তার বলেন, ‘চারদিকে যেভাবে ডেঙ্গু ছড়াচ্ছে তাতে একটু তো ভয়ে আছিই। তবে আমাদের স্যারেরা নিয়মিত মশার স্প্রে দিচ্ছেন। আমরাও মশারি ব্যবহার করছি। যতটা পারা যায় সাবধানে থাকার চেষ্টা করছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close