ক্রীড়া প্রতিবেদক

  ১৬ মার্চ, ২০১৯

শেষ বলে জিতল মোহামেডান

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কারণে অনেকটাই আড়ালে চলে গেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের তৃতীয় রাউন্ডের খেলা। কাল শফিউল ইসলাম ৪ মেরে মোহামেডানকে নাটকীয় জয় এনে দিয়েছেন। ৪ মারার আগে ৩টি বলে রান নিতে পারেননি তিনি। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায়, শেষ বলে ২ রান। স্পিনার আরাফাত সানিকে কাভার দিয়ে ৪ মেরে মোহামেডানকে জেতান শফিউল। কাল দোলেশ্বরকে ১ উইকেটে হারিয়েছে মোহামেডান। মিরপুরে ২৪৮ রানের জবাব দিতে নেমে শেষ বলে জিতেছে রকিবুল হাসানের দল।

বিকেএসপিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে অল্পতে বেঁধে ফেলেন কামরুল ইসলাম রাব্বি। রবিউল হকের দারুণ বোলিংয়ে ছোট পুঁঁজি নিয়েও প্রাণপণে লড়াই করল নাজিমউদ্দিনের দল। তবে শামসুর রহমান ও পারভেজ রসুলের ফিফটিতে জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। কাল ৩ উইকেটে জিতেছে ইমরুল কায়েসের দল। ১৩৯ রানের লক্ষ্য ৬১ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

ফতুল্লায় তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ২০ রানে হারিয়েছে বিকেএসপি। দায়িত্বশীল ব্যাটিংয়ে বিকেএসপিকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে মাহমুদুল হাসান জয়। রাজা আলী দার ও শাকির হোসেনের ফিফটিতে লড়াই করল উত্তরা। তবে প্রথম বিভাগ থেকে ওঠে আসা দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়ে দিলেন সুমন খান। উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিল তারুণ্য নির্ভর বিকেএসপি। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০১ রান করে বিকেএসপি। জবাব দিতে নেমে ইনিংসের ১ ওভার বাকি থাকতেই ১৮১ রানে গুটিয়ে গেছে উত্তরা।

সংক্ষিপ্ত স্কোর

বিকেএসপি-উত্তরা

বিকেএসপি : ৫০ ওভার, ২০১/৮ (মাহমুদুল ৬৬, আমিনুল ৩৩, পারভেজ ২৭*; নাহিদ ২/৩০, গাফফার ২/৩৪)

উত্তরা স্পোর্টিং ক্লাব : ৪৯ ওভার, ১৮১ (জনি ২৫, রাজা ৫১, শাকির ৫০; শামিম ১/২১, আবু নাসের ২/২৩, সুমন ৪/৪১)

ফল : বিকেএসপি ২০ রানে জয়ী

ম্যাচসেরা : মাহমুদুল হাসান জয়

দোলেশ্বর-মোহামেডান

প্রাইম দোলেশ্বর : ৫০ ওভার, ২৪৮/৮ (জসিম ২০, মার্শাল ৬৮, তাইবুর ৭২*; শফিউল ৩/৬৪, আলাউদ্দিন ৩/৪৯)

মোহামেডান : ৫০ ওভার, ২৫১/৯ (শুক্কুর ৩০, নাদিফ ৩০, সোহাগ ৭০, আলাউদ্দিন ৩৮; রেজা ৪/৫৫, সৈকত ২/৫২, নাসিম ২/২৮)

ফল : মোহামেডান ১ উইকেটে জয়ী

ম্যাচসেরা : সোহাগ গাজী

খেলাঘর-গাজী গ্রুপ

খেলাঘর : ৪৭.৫ ওভার, ১৩৮ (মাহিদুল ৫৭, নাজিম ২১; মাইশুকুর ১/৬, মেহেদী ২/১৮, রাব্বি ৫/২৪)

গাজী গ্রুপ : ৩৯.৫ ওভার, ১৪২/৭ (শামসুর ৫১,

রসুল ৫৯*; রবিউল ৫/৪১, তানভীর ১/৩৪,

মেনারিয়া ০/৮)

ফল : গাজী গ্রুপ ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা : কামরুল ইসলাম রাব্বি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close