ক্রীড়া ডেস্ক

  ০৪ ডিসেম্বর, ২০১৮

বায়ার্ন ছাড়ছেন রোবেন

টাক মাথার বাঁ-পায়ের এক অসাধারণ খেলোয়াড় ডান পাশ দিয়ে ক্ষিপ্র গতিতে বল পায়ে তিন-চারজনকে কাটিয়ে ঢুকে যাচ্ছেন প্রতিপক্ষের ডি-বক্সে। এক দশক ধরে এমন চিত্রই দেখা গেছে অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। অবশেষে ১০ বছর অতিবাহিত করার পর চলতি মৌসুম শেষে বায়ার্ন মিউনিখকে বিদায় জানাবেন ডাচ উইঙ্গার আরিয়ান রোবেন। নিজেই জানালেন, বর্তমান মৌসুমই বায়ার্নে তার শেষ মৌসুম।

অমনি স্পোর্টসকে দেওয়া এক বার্তায় রোবেন বলেন, ‘এটাই বায়ার্নে আমার শেষ বছর। এখন বিদায় নেওয়ার পালা।’ চলতি মৌসুমে বাভারিয়ানদের কোচ কোভাচের অধীনে দলে তেমন সুযোগ পাচ্ছেন না রোবেন। ৩৪ বছর বয়সী মিডফিল্ডার বর্তমান মৌসুমে লিগে মাত্র ৯টি ম্যাচে সুযোগ পেয়েছেন। ২০০৯ সালে রিয়াল ছেড়ে বায়ার্ন নাম লেখান রোবেন। ১০ বছরের বর্ণাঢ্য বায়ার্ন অধ্যায়ে ৩০৫ ম্যাচে করেছেন ১৪৩টি গোল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close