ক্রীড়া ডেস্ক

  ২৮ অক্টোবর, ২০১৮

ওয়ার্নারকে ঘিরে নতুন বিতর্ক

সময়টা ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জাতীয় দল থেকে। প্রথমে সব রকমের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও পরবর্তীতে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি পান অস্ট্রেলিয়ার এই সাবেক সহঅধিনায়ক। কিন্তু সেই পুরানো অপরাধ থেকে মুক্তি পেতে না পেতেই আরেকটি বিতর্কে জড়িয়েছেন অজি ওপেনার।

গ্রেড ‘এ’ ক্রিকেটে প্রতিপক্ষের সেøজিংয়ে প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাটিংয়ের মাঝেই মাঠ ছেড়ে বেরিয়ে যান ওয়ার্নার। সিডনির ইনার ওয়েস্টে রেন্ডউইক প্যাটারশামের হয়ে খেলছেন ওয়ার্নার। ওপেনিংয়ে নেমে দুদান্ত ব্যাটিংয়ে ৩৫ রান করেন ওয়ার্নার। কিন্তু বিপত্তি বাদে অন্য খেলোয়াড়কে স্ল্যাজিং করে। একাধিকবার এই ক্রিকেটার ওয়ার্নারকে উদ্দেশ্য করে কটু কথা বলেন। এক পর্যায়ে তা সহ্য সীমা পার হয়ে যাওয়ায় আম্পায়ারকে বলে সোজা সাজঘরের দিকে ফিরেন ওয়ার্নার। পরে অবশ্য সতীর্থরা বুঝিয়ে আবারও মাঠে ফেরান তাকে। তবে বিতর্ক থেমে থাকেনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close