ক্রীড়া ডেস্ক

  ১৪ আগস্ট, ২০১৮

‘হারটা আমাদের প্রাপ্য ছিল’

প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পরও ইংল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। লর্ডস টেস্টেই সমতায় ফিরতে চেয়েছিল বিরাট কোহলির দল। কিন্তু জয় দূরে থাক, ইংলিশদের সঙ্গে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারেনি সফরকারীরা। পরশু স্বাগতিকদের কাছে ইনিংস ও ১৫৯ রানের ব্যবধানে হেরে গেছে ভারত।

লজ্জাজনক এই হারে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারত। এমন হারের কারণ কী? এই হারের কারণে সামনে কোনো ঢাল দাঁড় করাতে নারাজ ভারতীয় অধিনায়ক কোহলি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বলেছেন, ‘শেষ ৫টি টেস্টের মধ্যে এই প্রথমবার দিশাহারা ছিলাম আমরা। এই টেস্টে যেভাবে আমরা খেলেছি তাতে হারই প্রাপ্য ছিল।’

তা হলে কি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারলেন না ভারতের ক্রিকেটারেরা? উত্তরে কোহলি বলেছেন, ‘পরিবেশকে দোষারোপ করার কোনও প্রশ্নই নেই। উইকেট বোলারদের সহায়তা করলেও সঠিক জায়গায় বলটা ফেলতে হয়। ওদের বোলারদের বিপক্ষে প্রত্যেকটি রান করার জন্য আমাদের কষ্ট করতে হয়েছে।’

লর্ডসে প্রথম দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। তবুও দ্বিতীয় দিন টসের আগে একজন পেসারকে বসিয়ে অতিরিক্ত স্পিনার খেলিয়েছে ভারত। কোহ মনে করেন, তার এই সিদ্ধান্ত কাজে লাগেনি, ‘সত্যি, এখন মনে হচ্ছে, দলগঠনে কিছু ভুল ছিল। আসলে আমরা বুঝতে পারিনি পেসারদের এতটা সাহায্য করবে এই উইকেট।’ ভারতের হারের পাশাপাশি উদ্বেগের কারণ কোহলির পিঠের ব্যথা। তবে ভক্তদের আশ্বস্ত করেছেন কোহলি, ‘কোমরের পেছনের দিকটায় খানিকটা ব্যথা রয়েছে। কিন্তু তৃতীয় টেস্টের (১৮ আগস্ট) আগে ৫ দিন সময় পাচ্ছি। আশা করছি, এর মধ্যে সেরে উঠব।’ একদিকে কোহলি বলছেন, প্রত্যেক রানের জন্য কষ্ট করতে হয়েছে, অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের মতে, লর্ডসে সহজেই জয় তুলে নিয়েছে তারা। ইংলিশ দলপতি রুট বলেছেন, ‘জেতার জন্য বেশি কষ্ট করতে হয়নি। তার অন্যতম কারণ অবশ্যই আমাদের বোলারদের দুরন্ত পারফরম্যান্স। ম্যাচের পরিবেশ আমাদের সাহায্য করেছে। তবু এই পরিস্থিতিতেও বোলারদের ঠিক জায়গায় বলটা রাখতে হত। সেটা আমরা করে দেখিয়েছি। বিশেষ কৃতিত্ব দিতে চাইব জনি (বেয়ারস্টো) ও ওক্সকে। ওকসের জন্য আমি সত্যিই গর্বিত। নিজের প্রতিভা আরো একবার প্রমাণ করে দিয়েছে ও। প্রচ- পরিশ্রম করতে পারে। ও যে দলের নিয়মিত সদস্য ছিল, সেটা প্রমাণ করে দিয়েছে।’

যাকে নিয়ে এত প্রশংসা, সেই ওক্সই ম্যাচের সেরা নির্বাচিত হন। ম্যাচে চারটি উইকেট নেওয়ার পাশাপাশি ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। সেরার স্বীকৃতি নিসে এসে ওক্স বলেছেন, ‘আমি আপ্লুত। টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়া সত্ত্বেও চার দিনে খেলা শেষ করতে পেরেছি আমরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close