ক্রীড়া ডেস্ক

  ১০ আগস্ট, ২০১৮

পরাজয়ের বৃত্ত ভাঙল শ্রীলঙ্কা

জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৮ রান। উইকেট ছিল ২টি। ডেভিড মিলার ক্রিজে থাকায় একটু এগিয়ে ছিল অতিথিরাই। তবে দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে নাটকীয় জয় এনে দিয়েছেন সুরঙ্গা লাকমল। চতুর্থ ওয়ানডেতে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৩ রানে জিতেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার কাছে টানা ১১ ম্যাচ হারার পর জিতল দলটি।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে বুধবার বারবার বৃষ্টির বাধায় পড়ে ম্যাচটি। তাতে কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। দাসুন শানাকার টর্নেডো ইনিংস আর কুশল পেরেরা ও থিসারা পেরেরার ফিফটিতে শ্রীলঙ্কা ৩৯ ওভারে করে ৩০৬ রান। দক্ষিণ আফ্রিকা ২১ ওভারে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পায় ১৯১ রানের লক্ষ্য। প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত কর প্রোটিয়ারা থমকে যায় ১৮৭ রানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close