ক্রীড়া ডেস্ক

  ০৬ জুন, ২০১৮

পেপ গার্দিওলা বর্ণবাদী!

এত দিন নিপাট ভদ্রলোক হিসেবে পরিচিত ছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। কিন্তু ইয়াইয়া তোরে ফরাসি ফুটবল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বর্ণবাদী’ হিসেবে অভিহিত করেছেন গার্দিওলাকে। ‘আফ্রিকানদের সঙ্গে প্রায় সমস্যা হতো’ বলে জানিয়েছেন সদ্য ম্যানসিটিকে বিদায় জানানো আইভরিয়ান মিডফিল্ডার।

সাক্ষাৎকারটিতে তোরে বলেন, ‘পেপ আমাকে কখনোই তেমন পছন্দ করত না। আমার সঙ্গে বছরের পর বছর তিনি যে ব্যবহার করেছেন তা কি ইনিয়েস্তা পেয়েছে? বার্সেলোনার অন্যান্য খেলোয়াড়দের জিজ্ঞেস করুন। সবাই একই কথা বলবে। অন্যরা যে রকম আচরণ পায় আমরা আফ্রিকানরা কখনো কারো কাছ থেকে সে রকম আচরণ পায় না।’ গত মৌসুমে সিটির মূল একাদশে তেমন সুযোগ পায়নি তোরে। ২০১০ সাল থেকেই তিনি সিটিজেনদের হয়ে খেলছেন। কিন্তু গার্দিওলার অধীনে তোরেকে সময় কাটাতে হয়েছে বেঞ্চে বসে। সিটিতে আসার আগে তোরে বার্সেলোনাতেও ছিলেন গার্দিওলার অধীনে। ম্যানসিটিকে লিগ শিরোপা জেতানো গার্দিওলাকে শুনতে হচ্ছে আরেকটি দুঃসংবাদ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি ও লিভারপুল। কিন্তু সিটিকে শেষ আট থেকেই বিদায় করে দেয় অলরেডরা। ম্যাচটিতে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল গার্দিওলার ওপর। এবার তারই শাস্তি পেলেন তিনি। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যানসিটি কোচকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist