ক্রীড়া ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

ম্যাথুসের ফেরার অপেক্ষায় শ্রীলঙ্কা

অ্যাঞ্জেলো ম্যাথুসসহ বাংলাদেশ সফরেই চোটে পড়েছিলেন শ্রীলঙ্কার চার ক্রিকেটার। তারা হলেন কুশল পেরেরা, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ ও লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। আশার কথা হচ্ছে নিদাহাস ট্রফির আগেই ফিট হয়ে গেছেন পেরেরা, চামিরা ও প্রদীপ। তবে ম্যাথুসের ফিট হওয়ার খবর নিয়ে এখনো অপেক্ষায় আছে লঙ্কান ক্রিকেট বোর্ড ও ম্যানেজমেন্ট।

চার ক্রিকেটারই বাংলাদেশ সফরে এসে চোটে পড়েছিলেন। সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি। তবে পরশু শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টিতে ফিরেছেন পেরেরা, প্রদীপ ও চামিরা। যদিও ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ হয়নি ম্যাথুসের।

এই তিন ক্রিকেটারসহ ম্যাথুসের আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হবে ছয় মার্চ। এই অবস্থায় তিন ক্রিকেটার পুরোপুরি ফিট হওয়ায় সন্তুষ্ট নির্বাচকরা। একই সঙ্গে ম্যাথুজকে নিয়েও আশাবাদী। যদিও এই সিরিজে পাওয়া যাচ্ছে না বোলার শেহান মাদুশাঙ্কা ও অলরাউন্ডার আসেলা গুনারতেœকে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পর প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন লাসিথ মালিঙ্গা। পরশু কালুতারা টাউন ক্লাবের হয়ে ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। ছন্দে রয়েছেন নিরোশান ডিকভেলা, দিনেশ চান্ডিমাল ও উপুল থারাঙ্গা।

মালিঙ্গা সবশেষ শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ২০১৭ সালের সেপ্টেম্বরে। এরপর ভারত ও বাংলাদেশ সফরে তাকে আর নেওয়া হয়নি বাজে ফর্মের কারণে। তবে বর্তমানে ভালো ফর্মে থাকলেও তার দলে ফেরা নির্ভর করবে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist