জয়নব জোনাকি

  ০৬ এপ্রিল, ২০২৪

সবার ঈদ

তিরিশ রোজার পরে এলো

খুশির ঈদুল ফিতর,

রাখব না আর খুশির দিনে

হিংসা মনের ভেতর।

নেই ভেদাভেদ ধনী-গরিব

আনন্দের এই দিনে,

দুঃখীর মুখে হাসি ফোটাও

নতুন জামা কিনে।

চলো সবাই ঈদগাহে যাই

লাগিয়ে সুরমা আতর,

আজ যেন হই অসহায়ের

দুঃখ ব্যথায় কাতর।

ঈদের নামাজ পড়তে যাব

সবাই মিলেমিশে,

রাজা-প্রজা সবাই মিলে

এক কাতারে এসে।

করবে সবাই কোলাকুলি

মিষ্টি হাসি হেসে।

রাখব এ হাত হাতে হাতে

সুখের স্রোতে ভেসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close