সফিউল্লাহ লিটন

  ২৭ এপ্রিল, ২০২৪

মা

সকাল-সাঁঝে মায়ের কথা

খুবই মনে পড়ে

জানি না মা কেমন আছে

ছোট্ট মাটির ঘরে।

মায়ায় ভরা মুখখানি তার

দেখেছিলেম কবে

ওমন মুখ কি পাব খুঁজে

আর কখনো ভবে?

মা ছিল এক অমূল্য ধন

প্রাণের চেয়েও দামি

তাকে ছাড়া বৃথা জীবন

কাটাই দিবসযামী।

মা যে আমার সেই যে গেল

আর এলো না ফিরে

তাকে আমি আজও খুঁজি

লক্ষ মুখের ভিড়ে।

সন্তানেরই দোয়া নাকি

যায় না বৃথা কভু

বেহেশতবাসী করুন মাকে

আমার মহান প্রভু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close