মাঈনুদ্দিন মাহমুদ

  ২৭ এপ্রিল, ২০২৪

পতাকার মায়া

ওই পতাকায় আদরমাখা

ছিল মায়ার টান

তাই তো মা দেয় অনায়াসে

ছেলে বলিদান।

ওই পতাকার রংতুলিতে

কার সোনা মুখ ভাসে

আহ! কী মোহ, ছেলে হারা

মাও দেখি হাসে।

লক্ষ প্রাণের প্রতিচ্ছবি

ওই পতাকায় আঁকা

এমন মায়ার মুখ না দেখে

যায় কী ঘরে থাকা!

দাঁড়িয়ে আছে মাথার ওপর

লক্ষ প্রাণের ছাঁয়া

হ্রদয় থেকে মুছবে কেন

এই পতাকার মায়া!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close