সুফিয়ান আহমদ চৌধুরী

  ২৭ এপ্রিল, ২০২৪

বৈশাখে বাঙালি জাগে

বৈশাখ আসে হরষে মন

সব বাঙালি জাগে,

মাতে উল্লাসে নতুন বর্ষে

ভালোবাসা-অনুরাগে।

ঢোলক বাজে বাজছে কত

আনন্দ-রঙে আজ,

মুখোশ পরে নানা রঙের

রঙিন মিষ্টি সাজ।

মিছিল নামে শহর-গাঁয়

জাগ্রত ঠিক জাতি,

সবার মুখে বাংলার জয়

জ্বলছে আলো-বাতি।

বাউল গানে আসর জমে

আর বৈশাখী মেলা,

উজালা দেশ বর্ষবরণ

কাটছে সুখে বেলা।

অথই খুশি চাঁদের হাট

বর্ষবরণ ঘরে,

মিষ্টি বিলায় হাল খাতাতে

দোকানি সুখ করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close