উৎপলকান্তি বড়ুয়া

  ০৬ এপ্রিল, ২০২৪

অই দেখা যায় ঈদের চাঁদ

টিপলু দিপু শিরিন রেজা শাহীন সানু জুটে

একত্রে সব হলোই জড়ো ছাদের ওপর ওঠে।

দেখলি বুঝি! কোনদিকে বল, কইরে কোথায় চাঁদ!

মনের ভেতর খুশির যেন আর মানে না বাঁধ।

কোনদিকে কই-দেখছি না তো কোথায় দেখি বল

কই-দেখেছিস? প্রাণে জোয়ার আনন্দ উচ্ছল।

অই দেখা যায় ধবল-কালো মেঘের বুঝি ডানে

শাহীন খানিক বলল ঝুঁকে দীপুর কানে কানে।

কই! কই! কই দেখি! সবার চোখ কান কী খাড়া!

বলল সানু দেখিয়ে তবে দিচ্ছি আমি, দাঁড়া।

ধবল-কালো মেঘটা বুঝি রাখল আড়াল করে

ঠিক দেখে নিস দেখব ডানে একটু গেলে সরে।

একসাথে হাত তুলে সবাই উল্লসিত সুরে

ছয় কচি মন-প্রাণের আবেগ হই চই দেয় জুড়ে।

অবশেষে হয় ক্ষণে শেষ উৎকণ্ঠার তাড়া

অই দেখা যায় চাঁদ সকলের আনন্দ ফোয়ারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close