শচীন্দ্র নাথ গাইন

  ০৬ এপ্রিল, ২০২৪

একফালি চাঁদ

সাঁঝ আকাশে একফালি চাঁদ

মিষ্টি যখন হাসে

হৃদয় মাঝে হয় তোলপাড়

খুশির জোয়ার ভাসে।

পাড়ায় পাড়ায় সাড়া পড়ে

মধুর আবেশ জাগে

স্নিগ্ধ সতেজ অনুভূতি

মনের কুসুম বাগে।

উদ্বেলিত হয়ে সবাই

চাঁদের দিকে ঝোঁকে

দুঃখভোলা সুখের ছোঁয়া

ঝিলিক খেলে চোখে।

উল্লাসে-উচ্ছ্বাসে সবাই

দারুণ মজায় মাতে

আসবে কখন শুভ সকাল

ঘুম টুটে যায় রাতে।

ঈদ পয়গাম নিয়ে আসে

যখন প্রিয় চাঁদে

আপন আলোয় মাতিয়ে দিয়ে

প্রীতির সুতোয় বাঁধে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close