নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুন, ২০২৩

পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে বাজারে

আমদানির খবরেই দেশের বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সোমাবার দেশে পৌঁছেছে ভারতীয় পেঁয়াজ। এখনো তা বাজারে আসেনি। তবে মঙ্গলবার (৬ জুন) বাজারে এ পণ্যের দাম কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। পাইকারি বাজারে ৬০ থেকে ৭০ টাকা এবং খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে।

মিরপুর ১ ও ২ নম্বরের কাঁচাবাজার, মুদি দোকান ও ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বাজারে পেঁয়াজের দাম কম। বিক্রেতারা জানান, দুই দিন আগেও তারা ৯০ থেকে ১০০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন। কিন্তু আজ বিক্রি করছেন ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। পাইকারি পেঁয়াজ বিক্রেতা মো. আজাদ বলেন, ‘আমরা পাইকারি বিক্রি করি। আজ পেঁয়াজ বিক্রি করছি ৬০ থেকে ৭০ টাকা কেজি। সাইজের ওপর দাম ৬০, ৬৫ বা ৭০ টাকা হয়ে থাকে। সোমবার বিক্রি করেছি ৭০ থেকে ৮০ টাকা দরে। তার আগের দিন বিক্রি করেছি ৮০ থেকে ৯০ টাকা কেজি।’

তিনি বলেন, ‘আমদানির খবরে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা কমে গেছে। আমাদের এখানে এখনো ভারতীয় পেঁয়াজ পৌঁছায়নি। আজ রাতে পৌঁছাতে পারে। তখন দাম আরো কমে যাবে।’

খুচরা পেঁয়াজ বিক্রেতা শরিফুল আলম বলেন, ‘আজ পেঁয়াজ বিক্রি করছি ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। সোমবার ও তার আগের দিন বিক্রি করেছি ৯০ থেকে ১০০ টাকা কেজিতে।’

মঙ্গলবার রাজধানীর এক এলাকায় ভ্যানগাড়িতে পেঁয়াজ বিক্রি হয় ৮০-৮৫ টাকা কেজিতে। এ রকম ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রেতা মো. বিল্লাল বলেন, ‘আমি গত দুই-তিন দিন ৯০, ১০০, ১০৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছি। আজ দাম কমে গেছে।’

বিক্রেতারা জানান, তারা আগের দামে পেঁয়াজ কিনেছেন। তাই কম দামে বিক্রি করতে পারছেন না। বেশি দামে কেনা পেঁয়াজ শেষ হলেই বর্তমান দামে বিক্রি করবেন।

পেশায় ব্যবসায়ী মো. মারুফ এসেছেন বাজার করতে। এ সময় পেঁয়াজের দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমদানির খবর শুনে পেঁয়াজের দাম কমে গেছে। আরো নাকি কমবে শুনলাম। সিন্ডিকেট যারা করছে, তাদের লস হওয়া দরকার ছিল।’

কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পেঁয়াজের দাম কিছুটা কমছে। এটা একটা ভালো খবর।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close