আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ইইউ থেকে বিচ্ছেদ

ব্রিটেনে ভয়াবহ বিশৃঙ্খলার শঙ্কা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্য সরকারের ‘নো ডিল’ বা চুক্তিহীন বিচ্ছেদে সমুদ্রে পণ্য পরিবহন রুটে ভয়াবহ বিশৃঙ্খলা এমনকি খাবার ও ওষুধ সরবরাহেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। ব্রিটিশ সরকারেরই এক প্রাক মূল্যায়ন নথিতে এ শঙ্কা প্রকাশ করে এজন্য সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।

নথিতে বলা হয়েছে, কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকর হলে তা নিয়ে পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ হতে পারে যা দেশজুড়ে অরাজক পরিস্থিতির জন্ম দিতে পারে বলেও এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত বুধবার প্রকাশিত ‘অপারেশন ইয়োলো হ্যামার’ নামের এ প্রাক মূল্যায়ন নথিটি বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার ৯ দিন পর, গত ২ আগস্ট প্রস্তুত হয়েছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

জনসনের পরিকল্পনার সাপেক্ষে ৩১ অক্টোবর যুক্তরাজ্য ‘নো ডিল ব্রেক্সিটের’ মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিচ্ছিন্ন হলে সম্ভাব্য সবচেয়ে বাজে যে পরিস্থিতি দেখা দিতে পারে তার ধারণা পেতেই এ মূল্যায়ন তৈরি করা হয়।

এতে বলা হয়েছে, কীভাবে ব্রেক্সিট কার্যকর হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক বিভ্রান্তির কারণে চুক্তি ছাড়া ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও জনসাধারণের প্রস্তুতি একেবারেই নি¤œতম পর্যায়ের। ‘নো ডিল ব্রেক্সিট’ হলে পণ্যবাহী লরিগুলোর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আড়াই দিন পর্যন্ত অপেক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের ইইউ সীমান্ত চৌকিগুলোতে অধিকতর তল্লাশির মুখোমুখি হতে হবে বলেও নথিটিতে ধারণা দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট ধরনের টাটকা খাদ্যের সরবরাহ কমে আসবে। তখন আতঙ্কিত মানুষজনের বেশি খাদ্য ক্রয়ের ঝুঁকিও থাকছে যা খাদ্য ঘাটতির কারণ হতে পারে, প্রকাশিত নথিতে এমনটাই বলা হয়েছে।

চুক্তি ছাড়া ব্রেক্সিটের পর প্রথম দিনই ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া যানবাহনের সংখ্যা এখনকার তুলনায় ৬০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ব্রেক্সিট কার্যকরের পর এমন বাজে পরিস্থিতি তিন মাস পর্যন্ত থাকতে পারে বলেও এতে ধারণা দেওয়া হয়েছে। যানবাহনের লম্বা লাইনের কারণে জ্বালানি সরবরাহ এবং লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে পণ্য সরবরাহে বিঘœ ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ‘নো ডিল ব্রেক্সিটে’ সীমান্তের বাইরে থাকা অর্থনৈতিক কার্যক্রম এবং পুলিশ ও নিরাপত্তরক্ষীদের মধ্যে তথ্যের আদান প্রদানেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও অনুমান করা হয়েছে।

১৮ আগস্ট সানডে টাইমস প্রথম ‘অপারেশন ইয়োলো হ্যামার’ সংক্রান্ত নথি প্রকাশ করে বলে রয়টার্স জানিয়েছে। ‘নো ডিল ব্রেক্সিট’ প্রস্তুতি দেখভালের দায়িত্বে থাকা মন্ত্রী মাইকেল গোভ সে সময় ওই নথিকে ‘পুরোনো’ এবং সরকারের ব্রেক্সিট প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছিলেন।

গোভ বলেছেন, পর্যালোচনার পরই পাঁচ পৃষ্ঠার নথিটিতে থাকা মূল্যায়নগুলো প্রকাশিত হয়েছে। নথিটি চুক্তি ছাড়া ব্রেক্সিটের ভয়াবহ ঝুঁকির ব্যাপারটি নিশ্চিত করেছে বলে দাবি বিরোধী লেবার পার্টির। নো ডিল ব্রেক্সিটের পরিণতি নিয়ে বরিস জনসন যে ব্রিটিশ জনগণের সঙ্গে অসততা করেছেন তা এখন স্বীকার করে নেওয়া উচিত, বলেছেন লেবার পার্টির ব্রেক্সিট বিষয়ক মুখপাত্র কেইর স্টার্মার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close