reporterঅনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর, ২০১৮

১৯তম ব্যাচের মিলনমেলায় চবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অ্যালামনাইসমূহের ভূমিকা গুরুত্বপূর্ণ

‘প্রাণের ক্যাম্পাসে পরাণে ১৯’ এই সেøাগানকে ধারণ করে দিনব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১৯তম ব্যাচের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল। ১২ অক্টোবর শুক্রবার এ উপলক্ষে বিকাল সাড়ে ৪টার দিকে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার। উপাচার্য তার বক্তব্যে ১৯তম ব্যাচের উপস্থিত সব সদস্য ও তাদের পরিবারবর্গকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যালামনাইরা ওই প্রতিষ্ঠানের জন্য আশীর্বাদস্বরূপ। অ্যালামনইরা সুসংগঠিত হলে প্রতিষ্ঠানই লাভবান হয়। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা, গুণী শিক্ষক-গবেষকদের সান্নিধ্যে থেকে নিজেদের দক্ষ, যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলে দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর পদে অধিষ্ঠিত থেকে এ বিশ্ববিদ্যালয় তথা দেশের সুনাম বৃদ্ধি করেছেন। পাশাপাশি তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকা-সহ ভৌত অবকাঠামো উন্নয়নে দৃশ্যমান অবদান রেখে যাচ্ছেন। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, শুধু পঠন-পাঠনই নয় জ্ঞান-গবেষণার এক অনন্য তীর্থ স্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছেন, এটি প্রাক্তন-বর্তমান সব শিক্ষার্থীর জন্য আনন্দের ও গৌরবের। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার শিক্ষা দর্শন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে নিয়ে একাডেমিক এবং প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। এর সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। উপাচার্য দেশের উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বিজ্ঞানমনষ্ক-আলোকিত মানবসম্পদ উৎপাদনে অ্যালামনাই সমূহের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ১৯তম ব্যাচের সদস্য বিশিষ্ট বিজ্ঞানী ড. মাইনুদ্দিন সরকার বাদলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শারমিন ফয়জী ও জিন্নাত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৯তম ব্যাচের সদস্য বিশিষ্ট বিজ্ঞানী সংবর্ধিত ড. মইনুদ্দিন সরকার বাদল, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ফেরদৌস এবং ১৯ তম ব্যাচের সচিব এম এ মজুমদার সোহেল। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close