reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীনের লিয়াওচেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মা চুনলিনের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ২৩ সেপ্টেম্বর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন সায়েন্সের ডিন অধ্যাপক ইউয়ানমিং ইউ, স্কুল অব ফার্মেসির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. রেনমিন লিউ, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুরাদ এবং আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসের পরিচালক ইয়ানটিং সং।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আবদুর রহমানসহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের লিয়াওচেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্য নিয়ে আলোচনা করেন। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও মতবিনিময় করা হয়। লিয়াওচেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান চীনে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য বলেন, বাংলাদেশ এবং চীনের মধ্যে দীর্ঘদিন যাবৎ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধিদলকে অবহিত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close