reporterঅনলাইন ডেস্ক
  ০১ জুলাই, ২০১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বাজেট ভাবনা ও বিতর্ক

ইস্টার্ন ইউনিভার্সিটির ব্যবসায় অনুষদ এবং আইকিউএসি, ইইউর উদ্যোগে ২৭ জুন বুধবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে শিক্ষার্থীদের জাতীয় বাজেট ২০১৮-১৯ ভাবনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সাদাত হোসেন। ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মহীউদ্দীন আহমেদ এবং বিপিএটিসির সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। ড. সাদাত হোসেন বলেন, ‘উন্নয়ন, জীবনমান ও জীবনযাপনÑএ তিনটি বিষয়কে সামনে রেখে বাজেট প্রণয়ন করা উচিত।’ তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতায় ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. মো. আশরাফ হোসেন বলেন, ইস্টার্ন ইউনিভার্সিটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, যারা পঞ্চমবারের মতো শিক্ষার্থীদের বাজেট ভাবনা অনুষ্ঠানের আয়োজন করে আসছে। শিক্ষার্থীরা তাদের বাজেট ভাবনাতে যে উল্লোখযোগ্য বিষয়গুলো উপস্থাপন করেন, সেগুলো অতিথিদের দ্বারা প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist