প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ নভেম্বর, ২০২২

ইউরোপীয়দের জন্য অপেক্ষা করছে কঠিন দিন

ইউক্রেনের প্রতি সামরিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা দিতে গিয়ে ইউরোপকে চড়া মূল্য দিতে হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়ান্স স্টোলটেনবার্গ।

রবিবার (২৭ নভেম্বর) জার্মান দৈনিক ওয়াল্ট এম সটংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, খাদ্যপণ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে ইউরোপীয় পরিবারগুলোর জন্য কঠিন দিন অপেক্ষা করছে।

অবশ্য এজন্য অনুতপ্ত না হয়ে বরং ইউক্রেনের প্রতি অর্থ ও অস্ত্রের চালান অব্যাহত রাখতে উৎসাহ দিয়েছেন স্টোলটেনবার্গ। তিনি বলেন, ইউরোপীয় নাগরিকদের এ কথা ভুলে গেলে চলবে না যে, ইউক্রেনের জনগণ তাদের রক্ত দিয়ে যুদ্ধের মূল্য পরিশোধ করছে।

ন্যাটো মহাসচিব বলেন, ইউরোপীয় নাগরিকদের যুদ্ধের জন্য চড়া মূল্য দিতে হলেও ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখত হবে; কারণ, তার ভাষায়- ইউক্রেনের প্রতি সমর্থনই হচ্ছে শান্তি বজায় রাখার সর্বোত্তম উপায়। তিনি সরাসরি কিয়েভের প্রতি জার্মান সমরাস্ত্রের চালান অব্যাহত রাখতে উৎসাহ দিয়ে বলেন, জার্মান অস্ত্র ইউক্রেনের জনগণের জীবন বাঁচাতে সাহায্য করছে।

ইউক্রেনকে অস্ত্র জোগালে আলোচনার টেবিলে পশ্চিমাদের অবস্থান শক্তিশালী থাকবে বলেও নিজের বিশ্লেষণ তুলে ধরেন স্টোলটেনবার্গ।

ন্যাটো জোটে ইউক্রেনের সম্ভাব্য যোগদান ঠেকাতে গত ফেব্রুয়ারিতে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অবস্থায় রাশিয়াকে কোণঠাসা করতে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি কিয়েভের প্রতি নিজেদের সমরাস্ত্রের ভা-ার উন্মুক্ত করে দেয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনকে সমরাস্ত্র দেওয়ার ক্ষেত্রে জার্মানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এদিকে রুশ কর্তৃপক্ষের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইইউর কর্মকাণ্ড আবেগতাড়িত, তাদের কাজে পেশাদারিত্বের অভাব রয়েছে। ইইউ কর্তৃক রাশিয়াকে উগ্রবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করার পরে এমন কথা বলেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close