প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৫ এপ্রিল, ২০২৪

হঠাৎ ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধিদল

বিরল এক সফরে বর্তমানে ইরানে অবস্থান করছে উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধিদল। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বাধীন সেই প্রতিনিধিদলটি আগের দিন সোমবার তেহরানের উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেছে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি কেসিএনএর প্রতিবেদনে।

আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে অবশ্য ইরানের সম্পর্ক বেশ পুরোনো। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধ হিসেবে কাজ করেছে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close