প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৩ মে, ২০২৪

মোদির প্রতিপক্ষ কমেডিয়ান

মোদির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা শ্যাম রঙ্গিলার

একসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কণ্ঠস্বরকে নকল করেই জনপ্রিয়তা পেয়েছিলেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। হুবহু মোদির গলায় সবাইকে তাক লাগিয়ে টেলিভিশন শোতে তুমুল জনপ্রিয় হন তিনি। তবে এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন কমেডিয়ান রঙ্গিলা। কমেডির জগৎ থেকে রাজনৈতিক ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রাজস্থানের ২৯ বছর বয়সি এই কমেডিয়ানের।

চলতি বছরের ভারতীয় লোকসভা নির্বাচনে মোদির আসন বারাণসী থেকে মোদির বিরুদ্ধেই লড়াই করার কথা জানিয়েছেন শ্যাম রঙ্গিলা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নির্বাচনে স্বতন্ত্র পদে লড়বেন রঙ্গিলা। মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেও একেবারে অকুতভয় এই শিল্পী। লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রার্থী হওয়ার কথা নিজে মুখেই ঘোষণা করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে জানান, দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কোনো কিছু প্রমাণের তাগিদ নেই তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close