প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৩ নভেম্বর, ২০২১

নদীর প্রতি কৃতজ্ঞতায় থাইল্যান্ডে উৎসব

নদীর উপকারিতা উপেক্ষা করা যায় না। তাই নদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে প্রতিবছর উৎসবের আয়োজন হয় থাইল্যান্ডে। স্থানীয়ভাবে এ উৎসবকে বলা হয় লয় ক্রাথং উৎসব।

থাইল্যান্ডে বর্ষার পর প্রতি বছর এ উৎসব পালন করেন বাসিন্দারা। উৎসব শুরু হয় সন্ধ্যার আকাশে আতশবাজি দিয়ে। তারপর নদীর কাছে চলে যান সবাই। ক্রাথং, অর্থাৎ গাছের পাতা দিয়ে তৈরি করা বাক্সে মোম জ্বালানো হয়। সেই পাতার ভেলা নদীতে ভাসানোর মাধ্যমে শুরু হয় উৎসব। লয় ক্রাথং উৎসবে যে কোনো বয়সের যে কেউ অংশ নিতে পারেন। অনেক বাবা-মা সন্তানদেরও সঙ্গে নেন এই উৎসব পালন করতে।

নদীমাতৃক প্রায় সব দেশেই কাগজের নৌকো ভাসানোর প্রচলন রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে। বড়রাও এতে যুক্ত হয়ে আরো রাঙিয়ে তোলেন উৎসবকে। লয় ক্রাথং উৎসবের মাধ্যমে থাইল্যান্ডের মানুষ নদীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ফসল তোলার মৌসুম শেষের আনন্দও উদযাপন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close