নিজস্ব প্রতিবেদক

  ২৩ জানুয়ারি, ২০২৪

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩০ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার প্রতি ১০০ নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫.১৪ শতাংশ। এদিন ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৮৪টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৭৮৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৩০৭ জন। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন-১ এর সংক্রমণ বাড়ায় দেশে বিশেষ সতর্কতাও জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

সতর্কবার্তায় বলা হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। পাশাপাশি হাসপাতাল এলাকায় সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া করোনা উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিকে চতুর্থ ডোজ টিকা নিতে বলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close