নিজস্ব প্রতিবেদক

  ১৮ নভেম্বর, ২০১৮

শাহজালালে ৮৬৮ কেজি ‘এনপিএস’ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে আবারও ৮৬৮ কেজি ইথিওপিয়ান গাঁজা হিসেবে পরিচিত ‘এনপিএস’ বা ‘খাট’ জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ঢাকা কাস্টমস হাউসের (ডিসিএইচ) যৌথভাবে অভিযান চালিয়ে নতুন এই মাদকের চালানটি জব্দ করে। এর আগেও ‘এনপিএসের’ বেশ কয়েকটি ছোট-বড় চালান জব্দ করা হয়। ঢাকা কাস্টমস হাউসের ডিসি অথেলো চৌধুরী জানান, গোয়েন্দা সংবাদে গত শুক্রবার রাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ইথিওপিয়া থেকে ৪৯ কার্টন মাল আসে। ঢাকা কাস্টমস হাউস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা কার্টনগুলো পর্যবেক্ষণে রাখে। গতকাল শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ (ডিএনসি) বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হয়। কার্টনগুলো থেকে ৮৬৮ কেজি গ্রিন টি’র মতো দেখতে ইথিওপিয়ান গাঁজা বা খাট জব্দ করা হয়। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে তেসফায়ে আসিফা নামের রফতানিকারক প্রতিষ্ঠান তুরাগের ২নং রোডের ২৮ নম্বর হাউসের এশা এন্টারপ্রাজের নামে কার্টনগুলো পাঠায়।

তিনি আরো জানান, এ মাদক পানির সঙ্গে মিশিয়ে সেবন করা যায়। সেবনের পর শরীরে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। যা অনেকটা ইয়াবার মতো। এটি বাংলাদেশে আসা নতুন ধরনের মাদক। এটি শাহজালালে আটক করা এ মাদকের সপ্তম চালান। উদ্ধার করা মাদক ডিএনসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে শাহজালাল বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১২ মণের বেশি ‘এনপিএস’ বা ‘খাট’ জব্দ করেছে পুলিশ, শুল্ক গোয়েন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close