বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০১৮

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশকালে বিএসএফের গুলিতে গোলাম রব্বানী (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার ক্যাম্পের হাট এলাকার পসির উদ্দিনের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটার সীমান্তের ৩৮৯ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতের হাটখোলা ১৭১ বিএসএফ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গরু ব্যবসায়ী গোলাম রব্বানীর মরদেহ ফেরত চেয়ে বিএসএফের প্রতি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close