নিজস্ব প্রতিবেদক

  ১৪ মে, ২০১৮

স্যাটেলাইটে ব্যয়ের হিসাব প্রকাশের দাবি মওদুদের

উৎক্ষেপিত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্পে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। শফিউল বারী মুক্তি পরিষদের উদ্যোগে খালেদা জিয়া ও শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মওদুদ বলেন, ‘আজকে আমাদের দাবি হবে, সরকারকে জানাতে হবে, দেশের মানুষকে জানাতে হবে যে, এ প্রকল্পে আমাদের কত টাকা খরচ হয়েছে, কীভাবে খরচ হয়েছে, কাদের মাধ্যমে খরচ হয়েছে? কাদের এ চুক্তি দেওয়া হয়েছিল এবং কত টাকায় চুক্তি দেওয়া হয়েছিল। আমরা জানতে চাই যে, এ প্রকল্পে কত অর্থ অপচয় হয়েছে, কত অর্থের দুর্নীতি হয়েছে, এটা দেশের মানুষের জানার অধিকার আছে। প্রকল্পের অর্থ পরিপূর্ণভাবে খরচ করার জন্য যে মনিটরিং করা প্রয়োজন, যে তত্ত্বাবধায়ন করা প্রয়োজন, সেটা করা হয়েছে কিনাÑ এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে বলে আমি মনে করি।’ বাংলাদেশ সময় গত শনিবার মধ্যরাতে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১।

সরকার বলছে, বর্তমানে সম্প্রচার ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে গবেষণার কাজের জন্য বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ বছরে ১ কোটি ৪০ লাখ ডলার (১১৮ কোটি টাকা) গুনতে হয়। তিন হাজার কোটি টাকা ব্যয়ে মহাকাশে পাঠানো এ কৃত্রিম উপগ্রহ কাজ শুরু করলে বিদেশি স্যাটেলাইটনির্ভরতা কাটিয়ে উঠে অর্থ সাশ্রয় করা সম্ভব হবে।

মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোকে দেশের জন্য গৌরবের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার মহাকাশে একটা স্যাটেলাইট পাঠিয়েছেন। এটা আমাদের সবার জন্য একটা গৌরবের বিষয় যে, বাংলাদেশের একটা স্যাটেলাইট মহাকাশে পরিভ্রমণ করবে।’

আগামী মঙ্গলবার খুলনা সিটি নির্বাচনে কারচুপি হলে আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন মওদুদ।

তিনি বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে যদি কোনো রকমের অনিয়ম হয়, কেন্দ্র দখল করে, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে যদি নির্বাচন সম্পন্ন করা হয়, সেই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব এবং সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব।’

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে সাদা পোশাকে এজেন্টদের পাঠানো হচ্ছে, সরকারি কিছু কিছু কর্মকর্তার ওই কেন্দ্র দখল করে ব্যালট বাক্সে ভুয়া ব্যালট পেপার ঢোকানোর জন্য। ব্যালট বাক্স ভর্তি করবে ভুয়া ভোট দিয়ে, কারচুপি করবে। আমাদের এজেন্টদের বলছে যে, কেন্দ্র আসতে দেবে না এবং ভয়ভীতি দেখিয়ে গত তিন রাত যাবৎ তাদের বাড়িতে থাকতে দেয়নি এবং দিচ্ছে না।’ নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি দাবি করেন মওদুদ।

আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারপারসন বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist