reporterঅনলাইন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ৫০ নারী, গেজেট আজ

জাতীয় সংসদের ফাইল ছবি

এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রিটার্নিং অফিসার (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, মঙ্গলবার সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশিত হবে।

তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল। যেহেতু কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, নির্বাচনী যে আইন রয়েছে, সে আইনের ১২ ধারা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করার প্রবিধান রয়েছে। মঙ্গলবার ৫০ জনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

সংরক্ষিত ৫০ নারী আসনে বিজয়ী প্রার্থীদের নামের গেজেট প্রকাশের পর তা পাঠানো হবে জাতীয় সংসদ সচিবালয়ে। পরে সংসদ সচিবালয় এ সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করবে। শপথ গ্রহণ শেষে সংসদে যোগ দেবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এমপি,নারী,সংরক্ষিত নারী আসন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close