প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ নভেম্বর, ২০১৯

টানা ৪১ ডিম খেয়ে মৃত্যু

ভারতে ডিম খাওয়া নিয়ে বাজি ধরে প্রাণ হারালেন এক ব্যক্তি

ডিম খাওয়া নিয়ে বাজি ধরে প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জৈনপুর জেলায়।

জানা যায়, ২ হাজার টাকার জন্য একটানা ৫০টি ডিম খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন সুভাষ যাদব (৪২)। বাজিতে জয়ীও হতে যাচ্ছিলেন। একটানা খেয়েছেন ৪১টি ডিম, কিন্তু ৪২ নম্বর ডিম খেতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন, হারিয়ে ফেলেন সংজ্ঞা। এরপর হাসপাতালে নিয়ে গেলে ঘণ্টাখানের মধ্যে মারা যান।

দেশটির পুলিশ সোমবার বলছে, সুভাষ যাদব তার বন্ধুর সঙ্গে ডিম খাওয়ার জন্য স্থানীয় বিবিগঞ্জ বাজারে যান। কিন্তু সেখানে গিয়ে সুভাষের সঙ্গে বন্ধুর ডিম খাওয়া নিয়ে তর্ক হয়। একপর্যায়ে সুভাষকে তার বন্ধু ৫০টি ডিম খাওয়ার চ্যালেঞ্জ দেয়। বলা হয়, ৫০টি খেতে পারলে দুই হাজার রুপি পাবেন তিনি।

এতে রাজি হন সুভাষ। শুরু করেন ডিম খাওয়া, ৪১টি ডিম খেয়ে ফেলেন কিন্তু ৪২ নম্বর ডিম খাবেন এমন সময় সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত খাওয়ার কারণে সুভাষের মৃত্যু হয়েছে। সূত্র : এনডিটিভি

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিম,বাজি,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close