reporterঅনলাইন ডেস্ক
  ১৯ ডিসেম্বর, ২০১৮

যৌনতায় মিলছে মাছ

মাছ ধরার নৌকাগুলো পাড়ে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন নারীরা। পছন্দসই মাছ নিতে গেলে টাকার বদলে জেলেদের শারীরিক লালসা মেটাতে হয় তাদের। বিচিত্র এই প্রথা চালু রয়েছে দক্ষিণ আফ্রিকার গভীর অরণ্যে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক বছর ধরেই কেনিয়াতে ‘জাবোয়া’ নামে এক প্রথা চলে আসছে। কেনিয়ার ভিক্টোরিয়া লেকের তীরে এই প্রথা রীতিমতো কুণ্ডলী পাকিয়ে বসেছে। দরিদ্র পরিবারের নারীদের মাছ কেনার সামর্থ্য থাকে না। তাই জেলেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও পরিবারের দিকে তাকিয়ে এই প্রথায় নামতে হয় তাদের।

প্রথা অনুযায়ী, মাছ ধরার আগে কিংবা পরে জেলেদের সঙ্গে যৌন সম্পর্ক করতে হয় নারীদের। তার পরে জেলেদের কাছ থেকে মাছ পান তারা। সেই মাছ নারীরা বাজারে গিয়ে বিক্রিও করে দেন। বিক্রি করে দেওয়া টাকায় সংসার চালান তারা।

আগে কেনিয়ায় এই প্রথা চালু থাকলেও এখন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে ‘জাবোয়া’ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে এইচআইভিও। তবে নারীদের ওই পথ থেকে সরাতে এরই মধ্যে নেমেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌনতা,মাছ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close