গাজীপুর প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৭

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে হত্যা

গাজীপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম মোগড়খাল এলাকায় গতকাল মঙ্গলবার রাতে। নিহত ব্যক্তি হলেন-দিনাজপুরের পার্বতীপুর সদর এলাকার হুমায়ুন কবীরের ছেলে বুলবুল আলম (২৫)। গ্রেফতার দুজন হলেন-বুলবুলের স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওয়ালিয়াপড়া গ্রামের অহেদ আলীর মেয়ে জয়নব আক্তার ও তার প্রেমিক পাবনার চাটমোহর থানার দুলাউড়া গ্রামের তজু সরদারের ছেলে আসাদুল ইসলাম।

নিহত বুলবুল আলমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পোশাক কারখানার শ্রমিক বুলবুল আলম তার স্ত্রী জয়নবকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম মোগড়খাল এলাকায় মোহর উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। জয়নবও একটি পোশাক কারখানায় কাজ করেন। একপর্যায়ে জয়নব আক্তার তার সহকর্মী আসাদুল ইসলামের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ সম্পর্কের বিষয়টি জানার পর বুলবুল তার স্ত্রীকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে বুলবুলকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে জয়নব লাশটি গাজীপুর রেল জংশনের কাছে নিয়ে যান। লোকজন জানতে চাইলে জয়নব জানান, তার স্বামী অসুস্থ, তাকে নিয়ে তিনি দিনাজপুর যাবেন। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা-পুলিশ বুলবুলকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় কালো দাগ দেখে পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত হয়। পরে পুলিশ জয়নবকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জয়নব হত্যার কথা স্বীকার করেন। হত্যাকা-ে তার প্রেমিকও অংশ নেন বলে জানান। পরে জয়নবের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়নবের কথিত প্রেমিক আসাদুলকে গ্রেফতার করে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় বুধবার সকালে নিহত বুলবুলের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist