ময়মনসিংহ প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৭

কৃষক সমিতির দাবি

খরচের অর্ধেক সরকারি ভর্তুকি দিতে হবে

কৃষকের চাওয়া মাত্র স্বল্পমূল্যে কৃষি উপকরণ এবং উন্নত বীজ সরবরাহের আহ্বান জানিয়ে জাতীয় কৃষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক নিজাম খান বলেছেন, সরকারি ক্রয় কেন্দ্রে দুর্নীতি বন্ধ করে কৃষকের উৎপাদিত ফসল লাভজনক মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে। কৃষকের কষ্টার্জিত উৎপন্ন ফসল ন্যায্য মূল্যে বিক্রির নিশ্চয়তার জন্য প্রত্যেক ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলতে হবে। তিনি গত শনিবার ধোবাউড়া উপজেলার চার নম্বর পুরাকান্দুলিয়া ইউনিয়নের ফকিরা বাজারে জাতীয় কৃষক সমিতির এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান। আরো বক্তব্য দেন আবুল কাশেম, তোলা ফকির, হারেজ পালোয়ান, ইউনুস আলী, আলী শেখ, মীর কাশেম ও চন্দন খাঁ। আলোচনা শেষে কৃষক নেতা আবুল কাশেমকে সভাপতি ও তোলা ফকিরকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যবিশিষ্ট জাতীয় কৃষক সমিতির পুরাকান্দুলিয়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন সহসভাপতি চান মিয়া পালোয়ান ও ইউনুস আলী, সহসাধারণ সম্পাদক হারেজ পালোয়ান, সাংগঠনিক সম্পাদক আলী শেখ, অর্থ সম্পাদক মো. চন্দন খাঁ, প্রচার সম্পাদক হাশেম বক্স, দফতর সম্পাদক জুলহাস ফকির, স্বেচ্ছাসেবক সম্পাদক সালাম ফকির, রাজনৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মীর কাশেম, আইনবিষয়ক সম্পাদক রুকু বক্স প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist